নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ হাজার হাজার মেয়ের সম্মান আজ লুণ্ঠিত হয়ে যাচ্ছে৷ পাশবিক লালসার শিকার৷ কিন্তু কোন প্রতিকার নেই৷ বিচারের বাণী নীরবে নিভুতে কাঁদে৷ এবং সরকারের কোন ভূমিকা নেই বলে উদ্বেগ প্রকাশ করলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস৷ বুধবার প্যারাডাইস চৌমুহনি এলাকায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আয়োজিত সভায় তিনি আরো বলেন নির্বাচনের সময় রাজ্যে চার শতাধিকের কাছাকাছি মহিলা পাশবিক লালসার শিকার হয়েছে৷ গত পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের আমলে নারীদের অধিকার বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ পেলেন রমা দাস৷
2023-03-15

