ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট শুরু ২৫ মার্চ থেকে। আসরে অংশ নেবে সদর ‘এ’ ও ‘বি’ দল। আসরে অংশ নিতে দুই বিভাগেই সদরের দল ঘোষনা করা হয়েছে। নির্বাচিত ক্রিকেটারদের ১৯ মার্চ সকাল ১০ টায় এম বি বি স্টেডিয়ামে কোচ শুভ্র পাল এবং বিশ্বজিৎ দেবের কাছে রিপোর্ট করার জন্য টি সি এ সচিব তাপস ঘোষ বলেছেন। ঘোষিত দুই বিভাগের দল:
সদর ‘এ’— অর্পন ভট্টাচার্য (অধিনায়ক), শ্রেষ্ঠাংশু দেব (সহ অধিনায়ক), উদয়ন পাল, স্নেহাল দত্ত, তীর্থ চক্রবর্তী, তুহিন দেবনাথ, শায়ন্তন পাল, রাজদীপ পাল, অনস ভাটনাগর, ভিকি সাহা,স্নেহাংশ রায়, রাজদীপ সিং, সপ্তদীপ ঘোষ,বেদাব্রত বনিক এবং অর্চিত ভৌমিক। কোচ: শুভ্র পাল।
সদর ‘বি’— রাজদীপ দেবনাথ (অধিনায়ক), ঋদ্ধিমান দাস, ঋতুরাজ ঘোষ, সন্দীপন দাস (সহ অধিনায়ক), আকাশ দেবনাথ, অয়ন দেবনাথ, ইয়াস দেববর্মা, অনিকেশ বিশ্বাস,দেবপ্রীয় দে, তুর্জা চক্রবর্তী,আবীর ভট্টাচার্য, শ্রীজন দেব, পঙ্কজ চৌধুরি, প্রতয় দাস চৌধুরি এবং ময়ুখ চক্রবর্তী। কোচ: বিশ্বজিৎ দে।