করিমগঞ্জ (অসম) ১৫ মার্চ (হি.স.) : করিমগঞ্জ টাউন মৌজার পার্ট- ৫, ব্লক- ৯ এর অধীনে রেলের জমিতে থাকা অবৈধ দখল, আগামী ২০ মার্চ দখল মুক্ত করা হবে বলে লামডিংস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ওয়ার্কস) কার্যালয়ের এস্টেট অফিসার এক পত্র যোগে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে রেলওয়ে বিভাগ থেকে করিমগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে পরামর্শ ক্রমে আগামী ২০ মার্চ রেলওয়ের সংশ্লিষ্ট জমি থেকে অবৈধ দখল মুক্ত করা হবে বলে স্থির করা হয়েছে।
তাই এই দখলমুক্ত অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা জনিত পরিস্থিতি তদারকির জন্য করিমগঞ্জের সার্কেল অফিসার অন্তরা সেন (মোবাইল নম্বর ৯৪৩৫৮১৮৮৮৬) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিক্রম চাষাকে (মোবাইল নম্বর ৭০০২৭৬৩২৮২) দায়িত্ব প্রদান করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

