কলকাতা, ১৫ মার্চ (হি স)। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বুধবার কালীঘাট অভিযান করে মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মোতায়েন ছিল পুলিশ।
এর আগে ২১ ফেব্রুয়ারি, একই কারণে কালীঘাট অভিযানের ডাক দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ। হাজরা মোড়ে ধুন্ধুমার বাধে। মাদ্রাসা চাকরিপ্রার্থীদের দাবি, পাস করা সত্ত্বেও গতবছরে ৭ বছরে চাকরি মেলেনি। অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার ফের তাঁরা কালীঘাট অভিযান করে।
অভিযোগ, চাকরির পরীক্ষায় পাস করার ৮-১০ বছর পেরিয়ে গিয়েছে। অথচ, বহু যোগ্য চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। টাকার বিনিময়ে বহু অযোগ্য ব্যক্তিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষকতায় নিয়োগ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ও দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে মঙ্গলবার কালীঘাট অভিযানের ডাক দেয় মাদ্রাসা সার্ভিস কমিশনের যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ। তবে বিক্ষোভ মিছিল কালীঘাটে পৌঁছতে দেয়নি কলকাতা পুলিশ । অশান্তির আঁচ পেতেই এদিন সকাল থেকে হাজরা মোড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়ন ছিল।
ব্যানার ফেস্টুন হাতে চাকরি প্রার্থীরা হাজরা মোড়ে পৌঁছতেই পুলিশ আটক করে। নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক-আপে। বিক্ষোভকারীদের সকলেই ষষ্ঠ এসএলএসটি ২০১৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ। বিক্ষোভকারীদের বক্তব্য, “পরীক্ষায় পাশ করার পরেও দীর্ঘদিন নিয়োগ হয়নি । শূন্যপদে অর্থের বিনিময়ে ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছে।”