নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ বিশালগড়ের ৩টি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকরা যেন বসতে পারে তার জন্য প্রশান্ত নিলয়ের ব্যবস্থা করলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব৷ এই প্রশান্তি নিলয়ে অভিভাবকরা যেন বসতে পারে তার জন্য চেয়ার এবং জলপানের জন্য জল ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়৷
বুধবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ প্রথম দিন অনুষ্ঠিত হয় ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ পরীক্ষা কেন্দ্রে ছেলে মেয়েদের নিয়ে আশা অভিভাবকদের যেন কোন ধরনের সমস্যা বা অসুবিধা না হয় তার জন্য বিশাল বিধানসভা কেন্দ্রের বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এবং করইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রশান্তি নিলয়ের ব্যবস্থা করেন৷ এই প্রশান্তি নিলয়ে অভিভাবকরা যেন বসতে পারে তার জন্য চেয়ার এবং জলপানের জন্য জল ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়৷ এই প্রশান্তি নিলয়ের ব্যবস্থা করেন বিধায়ক সুশান্ত দেব৷ তিনি এইদিন তিনটি প্রশান্তি নিলয় পরিদর্শন করেন৷ এবং অভিভাবকদের সাথে কথা বলেন৷ অভিভাবকরা এইদিন এলাকার বিধায়ককে কাছে পেয়ে খুশি হয়ে যান৷ বিধায়ক সুশান্ত দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বুধবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ বৃহস্পতিবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ বিশালগড়ের তিনটি পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা যেন বসতে পারে তার জন্য বসার ও জল পানের ব্যবস্থা করা হয়েছে৷ তিনি আরও জানান অভিভাবকদের যেন কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
2023-03-15