নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বুধবারও উত্তাল হল সংসদ। বিরোধী দল এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে উপর্যুপরি স্লোগান ও হইহট্টগোলের জেরে দুপুর দু’টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম মুলতবি করা হয়েছে। এদিন আদানি ইস্যুতেও লোকসভা ও রাজ্যসভায় হইচই করেন বিরোধী সাংসদরা। গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়েও বিরোধীরা স্লোগান দিতে থাকেন।
বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর থেকেই লোকসভায় বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা আদানি গ্রুপের স্টক ম্যানিপুলেশনের জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবি জানান। একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।