পুণে, ১৫ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে নর্দমায় দমবন্ধ হয়ে প্রাণ হারালেন ৫ জন। বুধবার ঘটনাটি ঘটেছে পুণের বারামতীতে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রবীণ অটোলে নামে এক ব্যক্তি একটি মোটরের পাইপ পরিষ্কার করতে ভিতরে গিয়েছিলেন, কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়েন। প্রবীণকে বাঁচাতে তাঁর বাবাও ভিতরে যান, তিনিও অজ্ঞান হয়ে পড়েন। তাকে অনুসরণ করে আরও দু’জন ভেতরে ঢুকে মারা যান।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষাক্ত কোনও কিছুর গন্ধে সকলে অসুস্থ হয়ে পড়েন। মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।