ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।বছরের প্রথম বৃষ্টি। আর এতেই মাঝপথে খেলা বন্ধ। পরিত্যক্ত হলো জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার এবং কদমতলা প্লে সেন্টারের ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন দুদল মুখোমুখি হয়। সকালে থেকেই আকাশ ছিলো গুমরা মুখে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নেন জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারের অধিনায়ক। কার্তিক পাল এবং পঙ্কজ ভৌমিকের দাপটে দ্রুত উইকেট হারাতে থাকে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার। দল ৮.২ ওভারে ৩২ রান করার ফঁাকে ৬ উইকেট হারিয়ে ছিলো খাদের কিনারায়। এমন সময়ই নামে মুষলধারে বৃষ্টি। আম্পায়াররা দীর্ঘসময় অপেক্ষা করেও বৃষ্টি না কমায় খেলা পরিত্যক্ত ঘোষনা করেন। কদমতলা প্লে সেন্টারের পক্ষে কার্তিক পাল ৩ টি এবং পঙ্কজ ভৌমিক দুটি উইকেট পেয়েছেন। আজ সি আর সি সি এবং পানিসাগর খেলবে। আকাশের যা অবস্থা তাতে আজ খেলা হবে কীনা তা নিয়ে রয়েছে সন্দেহ। মহকুমার ক্রিকেটপ্রেমীরা আশা করছেন এদিন রাতে হয়তোবা আব বৃষ্টি হবে না। না হলেই আজ খেলা হবে।
2023-03-15