ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট শুরু ২৫ মার্চ থেকে। আসরে অংশ নিতে প্রায় সবকটি মহকুমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ থেকে শুরু হবে মহকুমার প্রশিক্ষণ শিবির। এরজন্য প্রাথমিকভাবে ২০ জন প্রতিভাবান ক্রিকেটারকে নির্বাচনী শিবিরে ডাকা হয়েছে। আজ থেকে ঘাঘরাছড়া স্কুল মাঠে শুরু হবে প্রস্তুতি। কোচ তপন কুমার দেবের তত্বাবধানে। দলের ম্যানেজার রিন্টু চাকমা এবং স্টাফ হিসাবে থাকবেন রতন সরকার। কৈলাসহরে হবে লংতরাইভ্যালি মহকুমার খেলা। ৫ দিন অনুশীলন করার পর চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষনা করা হবে হবে মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানা গেছে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হল: রাজ মালাকার, রাজদীপ বরুয়া, রাজু ত্রিপুরা,দীপাঞ্জন দাস, অরূপ মারাক, ড্যানিয়েল রূপিনী,আকাশ চাকমা, শুভজিৎ বরুয়া, যতন সরকার, রাজবীর মারাক, অমরেশ সিনহা,বিশাল দাস, হিতেশ দাস, রাজ তামাং, সন্দীপ রায়, মনোজিৎ সরকার, পল দেববর্মা, সূর্য মালাকার, সত্যজিৎ দেববর্মা এবং রাজন চাকমা।
2023-03-15