নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস ডেটা সম্পূর্ণ সুরক্ষিত। মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। লোকসভায় একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, সংবেদনশীল তথ্যের সুরক্ষা সম্পর্কিত কোনও ত্রুটি পাওয়া যায়নি।
তিনি জানান, অসমে এনআরসি আপডেট করার কাজটি নাগরিকত্ব আইন ১৯৫৫-এর বিধান অনুসারে করা হয়েছে। পুরো অনুশীলনটি সুপ্রিম কোর্টের সামগ্রিক তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছে।