কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : এসএসসি নিয়োগকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ফের দাবি করলেন তিনি নির্দোষ।
মঙ্গলবার ভারচুয়ালি আদালতে পেশ করা হয় অর্পিতাকে। এদিন ফের নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আপনার কি মনে হয় না একজন নির্দোষ মহিলাকে আটকে রেখে তাঁর সামাজিক সম্মানকে নষ্ট করা হচ্ছে। আমি অত্যন্ত উচ্চবংশের মেয়ে। মা অসুস্থ, তাঁর পাশে থাকতে হবে।”
অর্পিতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবীকে জামিনের আরজি করার কথা বলেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করবেন বলে জানান।