অসমে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস : সিআইডির হাতে আটক শিক্ষক, ছাত্র সহ ২২ জন, জানান ডিজিপি

গুয়াহাটি, ১৪ মার্চ (হি.স.) : অসমে চলমান মাধ্যমিক পরীক্ষার সাধারণ বিজ্ঞানে প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নেমে সিআইডি এখন পর্যন্ত ২২ জনকে আটক করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে অসম মাধ্যমিক শিক্ষা পরিষদ (সেবা)-এর কর্মকর্তা, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক , শিক্ষক এবং কয়েকজন ছাত্র রয়েছে। আজ সকাল ১০.৩৬ মিনিটে নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এ খবর জানিয়েছেন রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং জানান, গতকাল রাত থেকে গুয়াহাটি মহানগর, ডিব্রুগড়, শদিয়া, উত্তর লখিমপুর এবং তিনসুকিয়ার বিভিন্ন এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি-র অফিসাররা। টুইটে তিনি আরও লিখেছেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ও ষড়যন্ত্রকারীদের সাথে জড়িতদের নেটওয়ার্ক উদঘাটনে আমরা অঙ্গীকারবদ্ধ।’

উল্লেখ্য, গতকাল ১৩ মার্চ সোমবার অসমের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল। আটককৃতদের শিক্ষিকা জ্যোতিরেখা বড়গোহাঁই ও শিক্ষক হেরাম্বোকুমার দাস এবং গাড়ি চালক বিন্দেশ্বর তুমুং। তিনজনের প্রত্যেকেই ভাউরি দেবী সারওগি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। তার পর চিত্রা রায় নামের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁকে এখনও আটক করা হয়নি।

এদিকে রাজ্যের সিআইডি সদর দফতর সূত্রের খবর, বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত ছাত্রকে আটক করা হয়েছে। এরা সবাই ডিব্রুগড়ের বেসরকারি স্কুল সল্টব্রুক অ্যাকাডেমির ছাত্র। সিআইডির আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে, সিআইডি সেবা-র পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মা এবং প্রধান নিয়ন্ত্রক জিমলি কাকতি শইকিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বলে জানিয়েছে সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *