আইন নিজের হাতে নেওয়া যাবে না, কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি স)। প্রতিরক্ষা মন্ত্রক আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সোমবার এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ‘এক পদ, এক পেনশনের’ বকেয়া চারটি কিস্তিতে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা করল সর্বোচ্চ আদালত।

সেনাবাহিনীতে এক পদ এক পেনশন নীতি চালুর পরে বকেয়া অর্থ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে এদিন তুলোধনা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সোমবার ‘এক পদ, এক পেনশন’ প্রকল্পের বকেয়া নিয়ে ২০ জানুয়ারি জারি করা নির্দেশিকা প্রত্যাহারের নির্দেশ দেয়। প্রতিরক্ষা মন্ত্রক আইন যেন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক করে দেয়।

সেনাবাহিনীতে ‘এক পদ এক পেনশন’ নীতি কার্যকর করে অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য গত ৯ জানুয়ারি মাসে প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। ১৫ মার্চের মধ্যে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরেই ২০ জানুয়ারি মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, চার কিস্তিতে বকেয়া দেওয়া হবে পেনশনভোগী সেনা কর্মীদের। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন প্রাক্তন সেনা কর্মী-আধিকারিকরা।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমা ও জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ প্রতিরক্ষা মন্ত্রককে গত ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বকেয়া টাকা চারটি কিস্তিতে দেবে কেন্দ্র।

সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি আদালতে বলেন, ওপিআরপি-র বকেয়ার এক কিস্তি প্রাক্তন সেনাকর্মীদের দেওয়া হয়ে গিয়েছে। বাকি টাকা দিতে আরও কিছু সময় চায় কেন্দ্র। এর জবাবে বেঞ্চ জানায়, আপনারা আগে ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি তুলে নিন। যাতে বলা হয়েছে, বকেয়া চার কিস্তিতে মেটানো হবে। তারপর আমরা আপনাদের সময় চাওয়ার আবেদন নিয়ে বিবেচনা করব।