কলকাতা, ১৩ মার্চ (হি.স.) : আজ সোমবার রাতের মধ্যে রেলের যে নন ইন্টার লকিং কাজ তা শেষ হবে। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার ২৫ জোড়া ট্রেনের সঙ্গে ১২টি ট্রেন বাতিল হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার পূর্ব রেলের শিয়ালদহর ডিআরএম দীপক নিগম এ খবর জানিয়ে বলেন, মঙ্গলবার আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যে ১৩ জোড়া ট্রেন বাতিল থাকছে। তবে সকালের দিকে কোন ট্রেন বাতিল হবে না।
ট্রেন বাতিল থাকলেও সময় মত যাতে ট্রেন চলাচল করে সেদিকে নজর রাখবে বলে পূর্ব রেলের শিয়ালদহর ডিআরএম আশ্বাস দিয়েছেন। আগামীকাল থেকে আর কোনও সমস্যা থাকবে না বলে জানালেন ডিআরএম দীপক নিগম।
শিয়ালদহ -নৈহাটি শাখায় পলতা, কাকিনাড়া, জগদ্দল, পায়রাডাঙ্গায় সব জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আগামীকাল মঙ্গলবার শুধু ১৩ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত। কল্যাণীর পরে অর্থাৎ শান্তিপুর পর্যন্ত স্টেশনগুলোর জন্য ৬ জোড়া ট্রেন বাতিল হবে সামনের দিনগুলিতে।
তবে পরীক্ষার দিকে তাকিয়ে টাইমে ট্রেন চালানো হবে এবং যাতে ট্রেন দেরি না করে সেই দিকেও দেখা হবে। সকালের দিকে ট্রেন বাতিল থাকবে না বলে জানান পূর্ব রেলের ডি আর এম (শিয়ালদহ)দীপক নিগম।