ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। যেমন অসাধারণ উদ্যোগ, তেমনি দারুন সাফল্য। প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক স্বেচ্ছা রক্তদাতা শিবিরে সামিল হয়েছেন এবং রক্তদানে আত্মনিয়োগ করে অন্যদেরকেও স্বেচ্ছা রক্তদানে উৎসাহ যুগিয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন মহিলা স্বেচ্ছা রক্তদাতার উপস্থিতি আরও বিশেষ উল্লেখযোগ্য। বিশিষ্ট অতিথি হিসেবে পদ্মশ্রী, অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার, স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিবর্গ তাদের সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক বক্তৃতায় স্বেচ্ছা রক্তদাতাদের সামাজিক ও আন্তরিক দায়বদ্ধ সমাজসেবার ভূয়ষী প্রশংসা করেন। আগামী দিনেও তাঁরা এবং তাঁদের উৎসাহে অনুপ্রাণিত অন্যরাও স্বেচ্ছা রক্তদানে সামিল হতে আহ্বান জানান। উল্লেখ্য, শুধু সদর মহকুমা নয়, সুদূর সিপাহীজলা, ধলাই এমন কি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা থেকেও স্বেচ্ছা রক্তদাতারা শিবিরে সামিল হয়েছেন। বলা বাহুল্য, স্বেচ্ছা রক্তদান শিবির সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানানো হয়।
2023-03-12