BRAKING NEWS

রাজ্যের হাসপাতালেগুলিতে রক্তের মারাত্মক সংকট, শিবিরের আয়োজন বিভিন্ন সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্ক গুলিতে চলছে তীব্র রক্ত সঙ্কট৷ প্রায় প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কটের জেরে নাজেহাল সাধারন মানুষ৷ এই পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সঙ্কট দূরীকরণের লক্ষ্যে এগিয়ে আসল ত্রিপুরা ক্রীড়া পর্ষদ৷  ত্রিপুরা ক্রীড়া পর্ষদের উদ্যোগে রবিবার রাজধানীর এনএসআরসিসি-তে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবিরের৷ এইদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া পর্ষদের সচিব সরযু চক্রবর্তী সহ অন্যান্যরা৷ এইদিনের শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করে৷ এক সাক্ষাৎকারে ক্রীড়া পর্ষদের সচিব সরযূ চক্রবর্তী জানান বর্তমান সময়ে রাজ্যের হাসপাতাল গুলিতে রক্তের সঙ্কট চলছে৷ তাই ব্লাড ব্যাঙ্কের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ এইদিনের শিবিরে ৬০ থেকে ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবে৷ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে রক্তদাতারা রক্তদান করার জন্য এইদিনের শিবিরে উপস্থিত হয়েছে৷ তিনি সকলের প্রতি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান৷
রাজধানীর আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট দূরীকরণে এগিয়ে আসল আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা৷ এইদিন আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের উদ্যোগে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলিপ দাস৷ তিনি রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন৷ এক সাক্ষাৎকারে ডাক্তার দিলিপ দাস জানান রক্তদান শিবিরের আয়োজন করা একটা ভালো উদ্যোগ৷ নির্বাচন প্রক্রিয়ার জন্য রক্তদান শিবিরে ব্যাঘাত ঘটেছে৷ ফলে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সঙ্কট দেখা দিয়েছে৷ আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা সামাজিক মাধ্যমে রক্ত সঙ্কটের কথা তুলে ধরে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিল৷ সেই আবেদনে সাড়া দিয়ে এইদিন ২২ জন রক্তদাতা রক্তদানের জন্য নাম নথি ভুক্ত করেছে৷ বিভিন্ন পেশার লোক এইদিন রক্তদানে এগিয়ে এসেছে৷ রক্তদানের ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, এইটা সমাজের জন্য মঙ্গল জনক৷ নির্বাচন শেষ বর্তমানে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন গুলি রক্তদানে এগিয়ে আসলে রক্তের সঙ্কট দূর করা সম্ভব হবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *