বোকাজান (অসম), ১২ মার্চ (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজান পুলিশের অভিযানে এবার উদ্ধার হয়েছে প্রায় ২৫ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছে হোজাইয়ের বাসিন্দা জনৈক ফুজেল আহমেদ নামের মাদক পাচারকারীকে।
গোপন তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে বোকাজানের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন দাসের নেতৃত্বে খটখটি থানার ওসি রমেন বরদলৈ এবং ২০ নম্বর কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর কমান্ডেন্ট রবি গিলের সহযোগিতায় নগাঁওয়ের বাইপাসে নাকা পয়েন্ট গড়ে অভিযান চালানো হয়েছিল। তখন এএস ০৯ জে ৪৬৪৭ নম্বরের একটি মাহিন্দ্রা বলেরোয় তালাশি চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেন অভিযানকারীরা।
এসডিপিও জন দাস জানান, ফুজেল আহমেদের গাড়ির বিভিন্ন খোপ থেকে প্ৰায় ২৫ কোটি টাকার পাঁচ কেজি ওজনের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। হেরোইনগুলি ৩৯০টি সাবানের ক্যাসে ভরতি ছিল। এগুলি সে ডিমাপুর থেকে সংগ্রহ করেছিল বলে নাকি প্রদত্ত বয়ানে স্বীকার করেছে ধৃত ফুজেল আহমেদ।

