দিল্লির বাইরে এই প্রথমবার, রবিবার হায়দরাবাদে আয়োজিত হচ্ছে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার, ১২ মার্চ হায়দরাবাদের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাকাডেমিতে ‘শিল্প নিরাপত্তা বাহিনী’-সিআইএসএফ-এর ৫৪ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। শনিবার রাতেই তাঁর হায়দরাবাদ পৌঁছানোর কথা। এই প্রথম, সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস দিল্লির বাইরে কোথাও অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে সিআইএসএফ দেশের ৭০টি বিমান বন্দর, বন্দর, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং ১১টি খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সিআইএসএফ-এর ইতিহাসে এই প্রথমবার দিল্লির বাইরে রাইজিং ডে প্যারেড অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *