বাজারিছড়া (অসম), ১০ মার্চ (হি.স.) : মাদক-বিরোধী অভিযানে নেমে আবারও বড়সড় সাফল্য লাভ করেছে করিমগঞ্জ জেলা পুলিশ। এবার তিন মাদক পাচারকারীকে আটক করে তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০ কোটি টাকার হেরোইন। হেরোইন পাচারের অভিযোগে নিলামবাজার এলাকার আব্দুল কাদির, এরালিগুলের কবির আহমেদ এবং কানাইবাজারের আফতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাঁর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল বাজারিছড়া থানাধীন কন্টেকছড়ায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে দশ কোটি টাকার হেরোইন সহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার জানান, গত রাতে নাগ্রা পুলিশ পেট্রোল পোস্টের অধীন কণ্টেকছড়া থেকে এএস ১০ এফ ৫২৯৯ নম্বরের একটি অল্টো কারকে আটক করে তাতে তালাশি চালানো হয়। পুলিশ কর্মীরা গাড়ির সব কয়টি ডোর প্যানেলের ভিতরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা ১০০টি সাবানের ক্যাসে মোট ১.৩০০ গ্রাম (এক কিলো তিনশো গ্রাম) হেরোইন উদ্ধার করেছেন।উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমূল্য কমপক্ষে ১০ কোটি টাকা।
তিনি জানান, হেরোইন পাচারের অভিযোগে ধৃত আব্দুল কাদির, কবির আহমেদ এবং আফতাব উদ্দিনরা স্বীকার করেছে হেরোইনগুলি তারা মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করে পাথারকান্দির আসিমগঞ্জে নিয়ে হাত বদল করার পরিকল্পনা ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত বেশ কিছু তথ্যও তাঁরা লাভ করেছেন বলে জানান পুলিশ সুপার পার্থসারথি দাস।
এদিকে বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎকুমার বরা জানান, ধৃত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস–এর নির্দিষ্ট ধারা রুজু করে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শনিবার তাদের করিমগঞ্জে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে।ওসি জানান, গত রাতের অভিযানে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন এসআই জেপি দাস, পুলিশ কর্মী আহমেদ হুসেন বড়ভুইয়াঁ সহ আরও কয়েকজন।

