কলকাতা, ১০ মার্চ (হি. স.): একদিকে শহর জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে তীব্র গরম । তারই মধ্যে বাজার আগুন । মধ্যবিত্তের ভাতের পাতে আলু মাস্ট । কিন্তু এবার সেই আলুতেই সংকট । ক্রমাগত দাম বৃদ্ধি হচ্ছে আলুর । আলুর দাম বৃদ্ধি নিয়ে চিন্তায় চাষিরাও ।
ইতিমধ্যে মাঠ থেকে আলু তোলা শুরু হয়েছে। কিন্তু কোনওভাবেই দাম পাচ্ছেন না আলুচাষিরা । ৪ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে আলু । ফলে বাজারদর কম থাকায় চাষের খরচ উঠবে কিনা তা নিয়ে আলুচাষিরা সংশয়ের মধ্যে রয়েছেন । এই অবস্থায় চিন্তার মধ্যে রয়েছেন আলু চাষিরা । এই ঘটনায় শুক্রবার বীরভূমের খয়রাশলের বিভিন্ন গ্রামের আলুচাষিরা প্রতিবাদ জানায় । তাদের দাবি বাজার দর না থাকায় আক্ষেপ করছেন তারা । তার ওপর দাম না মেলায় তাঁরা খুবই চিন্তিত। আলু চাষীদের কথায়, তিন বিঘা জমিতে যেখানে আলু চাষ করতে খরচ হয়েছে ৭৫ হাজার টাকা, সেখানে এ বছর আলুর দাম ৫০ হাজার টাকা উঠবে কিনা তা নিয়ে তাঁরা সংশয়ের মধ্যে রয়েছেন । এ বছর ৫০ কেজি আলুর বস্তা বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আলুচাষিরা ।