নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): দিল্লির হায়দরাবাদ হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে হায়দরাবাদ হাউসে মিলিত হন দুই দেশের রাষ্ট্রনেতা। উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বসেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এদিন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক বিনিময়ের (মউ) সাক্ষী থাকেন। খেলাধুলা এবং অডিও-ভিজ্যুয়াল সহ-উৎপাদন চুক্তিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারক।

