কমলপুরে ক্রিকেট টুর্নামেন্ট সেমিতে আগরতলা ঈগলস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।।সেমিফাইনালে উঠলো আগরতলা ঈগলস। কোয়ার্টার ফাইনালে পরাজিত করলো তেলিয়ামুড়া টাইগার্সকে। কমলপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটে। মহকুমার কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগরতলা ঈগলস ৬ উইকেটে পরাজিত করে তেলিয়ামুড়া টাইগার্সকে। ইন্দ্রণীল ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে তেলিয়ামুড়া টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে আকাশ কুমার সিনহা ৫৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ (‌অপ:‌)‌, দলনায়ক অরিজিৎ দত্ত ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, রাহুল নাথ ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০,ঋতুরাজ দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।জবাবে খেলতে নেমে আগরতলা ঈগলস ৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইন্দ্রনীল ঘোষ ৫২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯ (‌অপ:‌), আব্দুল রহমান ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩১, দলনায়ক উদয়ন দত্ত ২৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং সুরজিৎ পাল ৫৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। আগামীকাল অপর কোয়ার্টার ফাইনালে উদয়পুর বোলস খেলবে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে মহকুমার ক্রীড়ামোদীদের মধ্যে।‌