আম আদমি পার্টি পুরো দুর্নীতিতে জড়িত: কংগ্রেস

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) :আম আদমি পার্টি (আপ) সম্পূর্ণ দুর্নীতিতে জড়িত। এ দল শুধু নামেই সৎ দল থেকে গেছে। কংগ্রেসের মুখপাত্র অলকা লাম্বা শুক্রবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আপ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও পঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত অনেক আপ নেতাকে দুর্নীতিতে জড়িত পাওয়া গেছে।

অলকা বলেন, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গীতা রাওয়াত, সন্দীপ রাওয়াত সহ দিল্লি ও পঞ্জাবের অনেক নেতাকে দুর্নীতিতে জড়িত পাওয়া গেছে, তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেকে কট্টর সৎ বলে দাবি করেছেন।

অলকা আরও বলেন, গ্রেফতার হওয়া মনীশ সিসোদিয়া অরবিন্দ কেজরিওয়ালের বিষয়ে বেশিক্ষণ চুপ থাকতে পারবেন না। যেদিন তাঁর নীরবতা ভেঙ্গে যাবে, সেদিনই তিনি অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারে পৌঁছে যাবেন, কারণ মদ নীতি সম্পর্কিত সিদ্ধান্তগুলি মুখ্যমন্ত্রীর নজরে ছিল।