মুম্বই, ৯ মার্চ (হি.স.): প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। কৌতুক অভিনয়ের জন্য সিনেমা অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৬৬ বছর বয়সেই সেই হাসি চিরতরে মিলিয়ে গেল। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বৃহস্পতিবার ভোরে টুইট করে সতীশের মৃত্যুর দুঃসংবাদ জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
বলিউডে বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি নানা সিনেমা পরিচালনাও করেছিলেন তিনি। নিজ অভিনয়ের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক, সকলের মুখে ফুটিয়েছিলেন হাসি। সেই হাসির রোল থামিয়েই চলে গেলেন বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিক। অভিনেতা অনুপম খের টুইট করে সতীশ কৌশিকের মৃত্যুর খবর জানান।
টুইটে তিনি লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!”

