আহমেদাবাদ, ৯ মার্চ (হি.স.): ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় বন্ধুত্বের ৭৫ বছরের উদযাপন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার সকাল সকাল মোতেরায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। দু’দেশের প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় বিসিসিআই । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হাতে বিশেষ স্মারক তুলে দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বোর্ড সচিব জয় শাহ স্মরক তুলে দেন নরেন্দ্র মোদীর হাতে। এদিন টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। পরে মাঠে নেমে সব ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছেন মোদী এবং অ্যালবানিজ। স্টেডিয়ামের ভিতরে ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় বন্ধুত্বের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেটাও ঘুরে দেখেন দুই প্রধানমন্ত্রী। –

