BRAKING NEWS

হিমঘর খোলার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে কৃষকরা

নকশালবাড়ি, ৯ মার্চ (হি. স.) :: হিমঘর খোলার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে শামিল কৃষকরা। বৃহস্পতিবার নকশালবাড়ি, মণিরাম, হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের আলু চাষিরা বিক্ষোভ দেখায়। দ্রুত হিমঘর খোলার দাবিতে তারা নকশালবাড়ি বিডিও, নকশালবাড়ি ব্লক কৃষি আধিকারিক, খড়িবাড়ি থানা, খড়িবাড়ি বিডিও এবং খড়িবাড়ি ব্লক কৃষি আধিকারিককে লিখিত অভিযোগ জানান।

জমিতে আলু তোলা শুরু হলেও হিমঘর খোলার এখনও কোনও নির্দেশিকা আসেনি। এর ফলে জমিতেই অনেক কৃষকের আলু পচতে শুরু করেছে। শিলাবৃষ্টিতেও আলু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষকদের। কৃষ্ণ দাস নামক এক আলু চাষি জানান, হিমঘরে আলু রাখতে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হতে হবে। হিমঘর মালিকদের দাদাগিরিতে অসহায় অবস্থা কৃষকদের। এদিন বিভিন্ন প্রশাসনিক মহলে আলু চাষিদের সমস্যা লিখিত সহকারে জানানো হয়েছে। দীপক সন্ন্যাসি নামে আরও এক কৃষক জানান, হিমঘর খোলার আগেই আলু চাষিদের অগ্রিম টাকা দিতে হচ্ছে। হিমঘরের মালিকদের এই টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নেই। কারণ হিমঘরে আলু রাখার আগেই প্রতি বস্তা ৫০ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *