আগরতলা, ৮ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিজেপি ২.0 সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আগরতলায় চাঁদের হাট বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে ডা: মানিক সাহা সহ মন্ত্রিসভা নয় সদস্য শপথ নিয়েছেন।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিংকু রায়, সুধাংশু দাস, বিকাশ দেববর্মা এবং আইপিএফটির শুক্লা চরণ নোয়াতিয়া। বাদ পড়েছেন রামপ্রসাদ পাল, ভগবান দাস, রামপদ জমাতিয়া এবং মনোজ কান্তি দেব। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, সান্তনা চাকমা, টিংকু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং শুক্লা চরণ নোয়াতিয়া। ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য আজ মন্ত্রিসভার সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ পাঠ করিয়েছেন। আগামীকাল সকালে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্ভবত, আজ রাতের মধ্যেও মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী। এদিকে, ত্রিপুরা মন্ত্রিসভায় তিনটি আসন খালি রয়েছে। খুব শীঘ্রই আরও তিনজন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে।
আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা গতকাল সন্ধ্যায় ত্রিপুরায় এসে পড়েছিলেন। আজ সকালে ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর বিমান আগরতলায় অবতরণ করেছেন। এদিকে, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেণ সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রীপ্রেমসিং তামাং এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী তথা ধনপুর কেন্দ্রে বিজেপি বিধায়ক প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রদেশ প্রভারী ড. মহেশ শর্মা, দলের নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং, উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনটর সম্বিত পাত্র, সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এদিন শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী সহ উপস্থিত সমস্ত অতিথিদের সাথে সৌজন্য বিনিময় করেন। এরপর রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিংকু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং শুক্লা চরণ নোয়াতিয়া শপথ বাক্য পাঠ করেছেন। মন্ত্রিসভার সকল সদস্য শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরাও উপস্থিত সমস্ত অতিথিদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেছেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যত্যাগ করেছেন।
তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি এবং অসমের মুখ্যমন্ত্রী রয়ে গেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে তাঁরা উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন। সূত্রের খবর, আজ তাঁরাও ফিরে যাবেন। তবে, জরুরি কিছু বিষয়ে বৈঠকে শেষ করে তাঁরা ফিরে যাবেন, এমনটাই সূত্রের খবর। এদিকে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ে সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। জনজাতি অংশের শিল্পীদের তাঁদের চিরাচরিত শিল্পের উপস্থাপন করেছেন। হাজারো মানুষের উপস্থিতিতে বর্ণময় শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

