নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ এনে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল বিরোধী কংগ্রেস ও বামফ্রন্ট৷ রাজ্যের মুখ্য সচিব শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস সিপিআইএম সহ নির্বাচিত সব কটি রাজনৈতিক দলের সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ আমন্ত্রণ প্রাপ্তি স্বীকার করলেও তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করে৷ বিরোধীদের অভিযোগ রাজ্যের সর্বত্র বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর লাগামহীন সন্ত্রাস অব্যাহত হয়েছে৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন থাকবে৷ সাথে সম্প্রীতি ও উন্নয়নেই হবে তাদের লক্ষ্য৷ কিন্তু বাস্তবে ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে রাজ্যবাসী যখন দিশেহারা ঠিক সেই সময়ে এ ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠান তারা বয়কট করা ছাড়া বিকল্প কোন পথ খুঁজে পাননি বলে অষ্ট ভাবে উল্লেখ করেছেন৷ নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলগুলির তরফ থেকে বলা হয়েছে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য৷৷ উল্লেখ্য আগাম সিদ্ধান্ত অনুযায়ীই শপথ গ্রহণ সমারোহ বয়কট করলো বামফ্রন্ট এবং কংগ্রেস৷ রাজ্য সরকারের মুখ্য সচিব অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন৷ রাজ্য সরকারের মুখ্য সচিব পুলেটব্যরোর সদস্য মানিক সরকার সহ বামপন্থী দল সমূহের সম্পাদকদের অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন৷ এই আমন্ত্রণে জন্য বামফ্রন্টের পক্ষ থেকে মুখ্য সচিবকে ধন্যবাদ জানানো হয়৷ কিন্তু ভোটের ফল ঘোষণার দিন থেকে সারা রাজ্যে বিজেপির দুর্বৃত্তদের মাধ্যমে যে পরিকল্পিত অভাবনীয় রাজনৈতিক সন্ত্রাস চলছে তার জন্য প্রতিবাদ এবং অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে ত্রিপুরার বামফ্রন্টের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করা হয়েছে বলে বিবৃতির মাধ্যমে পরবর্তী সময় জানায় বামফ্রন্ট৷ একইভাবে ২০১৮ সালেও শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিল তৎকালীন প্রধান বিরোধী দল বামফ্রন্ট৷ ব্যতিক্রম হয়নি এবারও৷
2023-03-08