আজ ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে চাইছে কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। সুপার ডিভিশন ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া কসমোপলিটন। আগামীকাল তাদের অত্যন্ত ভাইটাল ম্যাচ। প্রতিপক্ষ ইউনাইটেড ফ্রেন্ডস। প্রথম লীগে ইউনাইটেড ফ্রেন্ডস ৬২ রানের ব্যবধানে কসমোপলিটনকে পরাজিত করেছিল। প্রথম লীগে হারের বদলা নেওয়ার পাশাপাশি আগামীকালের ম্যাচে জয়ী হতে পারলে অবনমনের হাত থেকে নিজেদের সুরক্ষিত করার আশা কিঞ্চিৎ হলেও জিইয়ে রাখতে পারবে। আগামীকাল কসমোপলিটন ও ইউনাইটেড ফ্রেন্ডসের ম্যাচ হচ্ছে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। গত ২৬ ফেব্রুয়ারি, এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লীগের খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস ৬২ রানে জয়ী হয়েছিল। ওই ম্যাচে খেলা শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩২১ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে দীপক ক্ষৈত্রী ৬৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৯ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছিল। জবাবে কসমোপলিটন ৯ উইকেট হারিয়ে ২৫৯ সংগ্রহ করতেই সীমিত ৫০ ওভার ফুরিয়েছিল। দলের পক্ষে পল্লব দাস দুর্দান্ত ১২৪ রান পেলেও সতীর্থরা তেমন সঙ্গ দিতে পারিনি বলে শেষ রক্ষা হয়নি।