গোয়ালপাড়া (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : হোলির আনন্দের মধ্যে বিষাদের ছায়া গোয়ালপাড়া জেলার দলগোমা গোপালপুর এলাকায়। নদীতে স্নান করতে গিয়ে সন্ধানহীন হয়ে গেছে দুই কিশোর। ঘটানকে কেন্দ্র করে শোক দেখা দিয়েছে এলাকায়। আজ মঙ্গলবার দুপুরেৰ দিকে কৃষ্ণাইয়ের দুধনৈয়ে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
সন্ধানহীন দুই কিশোরকে স্থানীয় শুভম নাথ (১৬) এবং জনাৰ্দন দাস (১৮) বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, শুভম নাথ এ বছরের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাৰ্থী ছিল। অন্যদিকে জনাৰ্দন দাস উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষাৰ্থী। ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসন এনডিআরএফ-কে নিয়ে নদীতে অভিযানে নেমেছে। এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত কোন সন্ধান মেলেনি দুই কিশোরের।