প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে পঞ্চম মেয়াদে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেইফিউ রিওর

শপথ নিয়েছেন দুই উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন ও টিআর জেলিয়াং সহ অন্য ১১ জন মন্ত্রী

কোহিমা, ৭ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে পঞ্চম মেয়াদে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নেইফিউ রিও। আজ কোহিমায় বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি-র কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা সহ বহুজনের উপস্থিতিতে উপ-মুখ্যমন্ত্ৰী পদে দুই, তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নিয়েছেন। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লা গণেশন।

মুখ্যমন্ত্রী রিও ছাড়া উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ইয়ানথুনগো প্যাটন (বিজেপি) ও তাদিতুই রাংকাউ জেলিয়াং (এনডিপিপি), পরিষদীয় মন্ত্ৰী হিসেবে জি কাইতো আয়ে, জ্যাকব ঝিমোমি, কেজি কেনে, পি পাইওয়াং কন্যাক, মেতসুবো জামির, তেমজেন ইমনা আলং, সিএল জন, সালহৌতুওনুও ক্রুসে এবং পি বাশাংমোংবা পদ ও গোপনীয়তার শপথ নিয়েছেন।

প্ৰসঙ্গত সদ্যসমাপ্ত ৬০ আসনের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে বিজেপি-এনডিপিপি জোট। নাগাল্যান্ডে ৪০ আসনে এনডিপিপি এবং ২০ আসনে বিজেপি প্ৰতিদ্বন্দ্বিতা করেছিল। ৬০ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নাগাল্যান্ডের দুই মহিলা প্রার্থী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনেই মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সালহাউতুওনুও ক্রুস এবং হেকানি জাখালু।

এবারের নির্বাচনে নাগাল্যান্ড বিধানসভায় ক্ষমতাসীন বিজেপির জোটশরিক এনডিপিপি-র ২৫, বিজেপি ১২, ন্যাশনালিস্ট কংগ্ৰেস পাৰ্টি (এনসিপি) ৬, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৫, নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) ২, নিৰ্দলীয় ৪, জনতা দল (ইউনাইটেড) ১, লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২, এবং রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) ২-টি আসনে বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, নাগাল্যান্ডের ৩১-এসি নম্বর আকুলুটো (উপজাতি তফশিলি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী তথা বিধায়ক কাজহেতো কিনিমি।