ধুবড়ি (অসম), ৭ মার্চ (হি.স.) : ধুবড়ির ধিরঘাটে পণ্যবাহী ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালের দিকে নিউ-ময়নাগুড়ি-যোগীঘোপা সংযোগী রেলপথে এই দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
মৃত শ্রমিকের নাম সিরাজুল ইসলাম। সিরাজুল চাপর শিমলাবাড়ি গ্ৰামের বাসিন্দা বলে শনাক্ত হয়েছে। ঘটনাস্থলে চাপর থানার পুলিশের দল উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। মৃত ব্যক্তি স্থানীয় এক ইটাভাটায় কৰ্মরত ছিলেন বলে স্থানীয়দের কাছে জানা গেছে।