আজ ভোপালে জনঔষধি দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : আজ মঙ্গলবার দিল্লির এইমসের অডিটোরিয়ামে সমগ্র ৫জি জন ঔষধি দিবসে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় জন ঔষধি কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

জানা গিয়েছে, রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রভুরাম চৌধুরী, চিকিৎসা শিক্ষা মন্ত্রী বিশ্ব সারং, সাংসদ, বিধায়ক এবং জেলার জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *