আগরতলা, ৬ মার্চ (হি.স.): ত্রিপুরায় বিধানসভায় পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ডা: মানিক সাহা। এদিনের পরিষদীয় দলের বৈঠকে বিধায়ীকা প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রী হিসেবে ডা: মানিক সাহার নাম প্রস্তাব দেন এবং সর্বসম্মতিক্রমে তিনি নেতা নির্বাচিত হয়েছেন। এদিকে, আজকেই রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর কাছে বিজেপি সরকার গঠনের দাবি পেশ করেছেন ডা: মানিক সাহা। ওই সময় তাঁর সাথে নবনির্বাচিত বিধায়কগণ উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন, জোট শরিক আইপিএফটি-র বিধায়ক শুক্লা চরণ নোয়াতিয়া, বিজেপি প্রদেশ প্রভারী ড. মহেশ শর্মা এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনটর সম্বিত পত্র ও সাংসদ রেবতী ত্রিপুরা।
আজ সন্ধ্যা পাঁচটা বাজতেই বিজেপির নির্বাচনী কার্যালয়ে নবনির্বাচিত বিধায়করা আসতে শুরু করেন। বিজেপির ৩২ জন বিধায়ক ওই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের প্রভারী ড. মহেশ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, সাংসদ রেবতী ত্রিপুরা এবং অসমের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের পর মঞ্চে উপস্থিত সকলকে বরণ করে নেন বিজেপির মহিলা বিধায়ীকাগণ। এরপরই পরিষদীয় নেতা নির্বাচন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছিল। বৈঠক শেষে বিজেপি পরিষদীয় নেতা হিসেবে ডা: মানিক সাহার নাম ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আজ সন্ধ্যায় রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন।
আগামী ৮ মার্চ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও এদিন নতুন সরকারের শপথ গ্রহণ সমারোহে থাকবেন বলে খবর। এদিকে, মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বাছাইয়ে আগামীকাল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব বৈঠকে অংশ নিতে আসছেন।