ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। প্রথম লীগে জেসিসি ১৩৪ রানে বড় জয় পেয়েছিল। ফিরতি লীগে দু’দল পুনরায় মুখোমুখি হচ্ছে আগামীকাল। কোনও কিছুতেই পরিবর্তন নেই। প্রথম লীগের মতো ফিরতি লীগের খেলাও হবে এমবিবি স্টেডিয়ামে। কোথায় ভুল-ত্রুটি হয়েছিল সেটা খুঁজে শতদল সংঘ শুধরে নিয়ে আগামীকাল জয় পেতে চাইছে। অপরদিকে জয়নগর ক্রিকেট ক্লাবেরও ইচ্ছে জয়ের ধারা অব্যাহত রাখতে। গত ২৭ ফেব্রুয়ারি, সোমবার প্রথম লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে জেসিসি ১৩৪ রানে শতদল-কে পরাজিত করেছিল। টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভার খেলে ৯টি উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে রোহিত ঘোষের ৬২ রান এবং রিমন সাহার ৫৩ রান উল্লেখযোগ্য ছিল। শতদলের জয়দীপ দেব তিনটি এবং ভিকি সাহা ও সাধব খান দুটি করে উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ ৩৬ ওভার খেলে ১৬৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অরিন্দম বর্মন ৫৫ রান এবং দ্বীপায়ন দেববর্মা ৫১ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। জেসিসির তুষার সাহা, অমরেশ দাস ও শংকর পাল প্রত্যেকে তিনটি করে উইকেট পেয়েছিল। শংকর প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছিল। উল্লেখ্য, আগামীকালের ম্যাচে শতদল সংঘ জয়ী হতে পারলে লীগে প্রথম তিনে থাকার প্রত্যাশা জিইয়ে থাকবে।
2023-03-06