পারফর্মিং আর্টে স্বর্ণপদক করিমগঞ্জের রাগেশ্রী দাসচৌধুরীর

করিমগঞ্জ (অসম) ৬ মার্চ (হি.স.) : ২০২২-এর স্নাতক পরীক্ষায় পারফর্মিং আর্ট বিভাগে অসম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছেন করিমগঞ্জের জীবেন্দু দাসচৌধুরি এবং কণ্ঠশিল্পী মল্লিকা দাসচৌধুরীর কন্যা রাগেশ্রী দাসচৌধুরী। সম্প্রতি অসম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতেখড়ি। নিয়মিত শিক্ষা শুরু হয় বরাক উপত্যকার বিশিষ্ট তবলাবাদক করিমগঞ্জের কৃষ্ণকমল গোস্বামীর হাত ধরে। কৃষ্ণকমল গোস্মামী বেনারস ঘরানার বিশ্ববরেণ্য তবলাবাদক পণ্ডিত কুমার বসু এবং শিলচরের বাসিন্দা ফরুক্কাবাদ ঘরানার তবলাবাদক পণ্ডিত সঞ্জয় প্রকাশ দাশের সুযোগ্য শিষ্য। গোস্বামীর অভিবাকত্ব, স্নেহ-মমতা এবং শিক্ষা রাগেশ্রীকে অবনদ্য বাদ্যভুবনে জীবনযাত্রার নতুন পথ তৈরি করে দেয়। স্কুলের গণ্ডি পেরিয়ে শুরু হয় তালিম বর্তমান গুরু পণ্ডিত সঞ্জয় প্রকাশ দাসের কাছে।

অসম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অধ্যাপক পিন্টু সাহার কাছেও তিনি তালিম গ্রহণ করেন। বর্তমানে তিনি ইন্দিরা কলা বিশ্ববিদ্যালয়, ছত্তিশগড়ে পারফর্মিং আর্ট, স্নাতকোত্তর বিভাগে শিক্ষারত। সেই সঙ্গে ভারতবরেণ্য শিল্পী অধ্যাপক ড. হরিওম হরিজির কাছে তালিম নিচ্ছেন।
একাধারে তবলা ও কত্থক নৃত্যে বঙ্গীয় সঙ্গীত পরিষদ, ওয়েস্ট বেঙ্গল ও ভাতখণ্ড সঙ্গীত বিদ্যাপীঠ, লখনউ থেকে যথাক্রমে সঙ্গীত বিভাকর ও সঙ্গীত বিশারদ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১৬ সালে পঞ্চম বর্ষ রবীন্দ্রনৃত্যে স্বর্ণপদক জয় করেন রাগেশ্রী।