নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করতে পুলিশ যেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল বাম-কংগ্রেস প্রতিনিধিদল৷ রাজ্য জুড়ে হিংসার ঘটনায় আতঙ্কিত সাধারন মানুষ৷ নির্বিচারে হামলা চালানো হচ্ছে সাধারন মানুষের বাড়ি ঘরে৷ নষ্ট করে দেওয়া হচ্ছে মানুষের রুটি রোজগারের একমাত্র উৎসকে৷ এই পরিস্থিতিতে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করতে এবং প্রতিটি হিংসার ঘটনায় পুলিশ যেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল বাম-কংগ্রেস প্রতিনিধিদল৷ প্রতিনিধি দলের সদস্যরা এইদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশের মহা নির্দেশকের হাতে স্মারক লিপি তুলে দেয়৷ পরে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর জানান ২ মার্চ ভোট গণনার টেবিল থেকে বিরোধীদের উপর আক্রমণ শুরু হয়৷ সেই আক্রমণ এখনো ধারাবাহিক ভাবে রাজ্য জুড়ে চলছে৷ দাবি জানানো হয়েছে পুলিশ যেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে প্রতিটি ঘটনার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং দুষৃকতিদের গ্রেপ্তার করে৷ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা৷ এদিকে সোমবার ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে গুরুতর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি এবং বিরোধী দল তিপ্রা মথার বিরুদ্ধে৷ মানুষ এই দুই দলের সন্ত্রাসমূলক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে৷ ত্রিপুরা পিপলস পার্টির একটি প্রতিনিধি দল পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে৷ তাদের অভিযোগ তিপ্রা মথা সমর্থিত কর্মীরা তাদের দল বিরোধী মানুষের উপর লাগাতার নির্বাচনোত্তর সন্ত্রাস করে চলেছে৷ এবং দেখা যাচ্ছে বিজেপি দ্বিতীয়বারের মতো সরকারে আসার পর থেকে সংখ্যালঘু এলাকাগুলিতে মানুষের মধ্যে এক ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে৷ যাতে মানুষ ঘর থেকে বের হতে না পারে৷ এবং দৈনন্দিন কাজ করতে না পারে তার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে শাসক দল বিজেপি৷ তীব্র নিন্দা জানিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে দাবি জানানো হয় যাতে অবিলম্বে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে বলে জানান দলের সম্পাদক প্রবীর সিংহ৷
2023-03-06