কাছাড়ের কাটিগড়া-গণিরগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলে উদ্ধার গণিতের গাঁদা-গাঁদা নকলের টোকা, বাতিল কেন্দ্রের পরীক্ষা

শিলচর (অসম), ৬ মার্চ (হি.স.) : অসম মাধ্যমিক পৰ্ষদ (সেবা) পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ফের বিতর্কের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ অসমের কাছাড় জেলার কাটিগড়া-গণিরগ্রাম যাত্রাপুর রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল। এবারও মাধ্যমিকে গণ-টোকাটুকিতে সংবাদ শিরোনাম দখল করেছে কাছাড় জেলার এই স্কুল। আজ সোমবার অনুষ্ঠিত গণিত পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের কাছে থেকে উদ্ধার হয়েছে গাঁদা-গাঁদা নকল। একাধিক ছাত্রীর স্যালোয়ার কামিজের ভিতর থেকে উদ্ধার হয়েছে গণিতের নোটবুক। ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট হায়ার সেকেন্ডারি স্কুলে প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের পরীক্ষা বাতিল করেছে সেবা কর্তৃপক্ষ।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা হল-এর বাইরে থেকে বাউন্ডারি দেওয়াল টপকে নকলের টোকা যোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ফলস্বরূপ দ্বিতীয় দিন কঠোর ব্যবস্থা গ্রহণ করে কাছাড় জেলা প্রশাসন। বাড়তি সতর্কতা নিয়ে সকালে গেটের বাইরে সারিবদ্ধভাবে পুরুষ ও মহিলা পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের তালাশি চালান। তালাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় নোটবুক ও অসংখ্য মাইক্রো জেরক্স। উদ্ধারকৃত নকল-টোকায় একসময় ভরতি হয়ে যায় কয়েকটি বস্তা।

এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সদলবলে হাজির ছিলেন কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া। প্রথম দিন বাইরে থেকে ছাত্রছাত্রীদের নকল সরবরাহ করা হলে দ্বিতীয় দিন অবশ্য পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় পরীক্ষা হল-এর ধারেকাছে পৌঁছতে পারেনি কেউ। কিন্তু সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের তালাশি চালালে উদ্ধার হয় কয়েক বস্তা নকলের টোকা।

কাটিগড়া-গণিরগ্রাম যাত্রাপুর রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুলের এহেন পরিস্থিতির জন্য উচ্চস্তরের তদন্ত দাবি করছেন এলাকাবাসী। অসন্তুষ্টি প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।

এদিকে হায়ার সেকেন্ডারি স্কুলে প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের পরীক্ষা বাতিল করেছেন সেবা কর্তৃপক্ষ। আজ সোমবার জারিকৃত সেবা সচিবের স্বাক্ষরিত এক নির্দেশে নির্দিষ্ট স্কুলের শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করা হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি ৭৬০ জন পরীক্ষার্থীকে ইংরেজি বিষয়ের কম্পার্টমেন্টাল পরীক্ষায় যথাসময়ে বসতে হবে বলে নির্দেশ দিয়েছে সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *