অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : ধনীরামপুরকে সহজে হারিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে পৌঁছুলো। খেতাবি লড়াইয়ে সোনামুড়া কোচিং সেন্টার কার বিরুদ্ধে খেলবে তা নির্ণয় হবে আগামীকাল।টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বীরবিক্রম ক্লাব ও শান্তিনগর প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের খেলা এখন অন্তিম পর্যায়ে। ডাবল লীগের পর এখন চলছে সেমিফাইনাল পর্যায়ের খেলা। প্রথম সেমিফাইনালে আজ অনেকটা লো স্কোরিং ম্যাচে সোনামুড়া কোচিং সেন্টার আট উইকেটের ব্যবধানে ধনীরামপুর প্লে সেন্টারকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা ছিল সোনামুড়া স্পোটিং এসোসিয়েশন গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ধনিরামপুর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে ২০.৩ ওভার খেলে ধনিরামপুর প্লে সেন্টার সবকটি উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপেন দেববর্মা ও প্রহর দেববর্মা দুজনেই ২০ করে রান পায়। সোনামুড়া কোচিং সেন্টারের সাগর দাস দুর্দান্ত বল করে ৫ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করার পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। অধিনায়ক রায়হান আহমেদ আরমান ২০ রানে ৪টি এবং রাকিব হাসান একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১০.১ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার মিনহাজ আহমেদ শূন্য রানে আউট হলেও সানোয়ার হোসেন অপরাজিত থেকে সঙ্গে আবু বক্কর সিদ্দিকীকে নিয়ে দলকে জয় এনে দেয়। মাঝে অধিনায়ক রায়হান ১৯ রানে প্যাভিলিয়নের ফিরলেও সানোয়ারদের ২৩ রানে এবং আবু বক্কার ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করে ফাইনালে তুলে। ধনিরামপুর কোচিং সেন্টারের প্রহর দেববর্মা ও বিশাল দেববর্মা একটি করে উইকেট পেয়েছিল।