কিশনগঞ্জ, ৫ মার্চ (হি.স.): কিশনগঞ্জের নেপাল সীমান্তের মোহমারী গ্রামে আগুনে পুড়ে গেল বসতবাড়ি ।শনিবার রাতের এই ঘটনায় এসএসবি জওয়ান ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্রিজেশ যাদবের পাশে দাঁড়ায় এসএসবি ।
জানা গেছে, শনিবার রাতে কিশনগঞ্জের নেপাল সীমান্তের মোহমারী গ্রামের বাসীন্দা ব্রিজেশ যাদবের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের মোহমারী চৌকির ভারপ্রাপ্ত ইন্সপেক্টর দুখারাম পাঁচজন জওয়ান ও স্থানীয় লোকজনদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মত উদ্ধার কাজের জন্য গ্রামের অন্যান্য বাড়িতে আগুন লাগেনি।
শট সার্কিটের থেকে আগুন লেগেছে বলে এসএসবি’র জানিয়েছে। ঘটনায় স্থানীয় লোকজনের কোনও হতাহতের খবর নাই। তবে ওই ব্যক্তির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার এসএসবি-র তরফে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

