চট্টগ্রাম, ৫ মার্চ (হি.স.): বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত। নতুন করে আর কোনও দেহ উদ্ধার হয়নি। মৃতের সংখ্যা ৬। আহত তিরিশেরও বেশি। এখনও খোঁজ নেই কারখানার মালিকের। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, এখনও পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ। আমরা ফের কোনও দুর্ঘটনার শঙ্কা করছি না, তবুও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশপাশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ যারা নিহত হয়েছেন তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।
সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন লিমিটেড নামের প্ল্যান্টে শনিবার বিকেলে হঠাৎ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩৩ জনকে। বিস্ফোরণে প্ল্যান্টের আশপাশের এক বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিস্ফোরক অধিদফতরের একটি টিম। পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদফতরের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, প্ল্যান্ট থেকে যে কলামের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারে ভরা হয়, সেটি বিস্ফোরিত হয়েছে।