উত্তর ভারতের পরিযায়ী শ্রমিকদের অভয় রাজ্যপাল রবির, ভয় না পাওয়ার বার্তা

চেন্নাই, ৫ মার্চ (হি.স.): তামিলনাড়ুতে কর্মরত উত্তর ভারতের পরিযায়ী শ্রমিকদের অভয় দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে রাজ্যপাল আর এন রবি বলেছেন, আপনারা ভয় পাবেন না, নিজেদের অনিরাপদও মনে করবেন না। রবিবার তামিলনাড়ুর রাজভবনের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি তামিলনাড়ুতে থাকা উত্তর ভারতের শ্রমিকদের আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

রাজ্যপাল জানিয়েছেন, নিজেদের অনিরাপদ মনে করবেন না আপনারা, যেহেতু তামিলনাড়ুর মানুষ খুব সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ। রাজ্য সরকার উত্তর ভারতের শ্রমিকদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বিগত কিছু দিন ধরে গুজব ছড়িয়েছে যে তামিলনাড়ুতে আক্রান্ত হচ্ছে উত্তর ভারতের শ্রমিকরা, এমতাবস্থায় এই বার্তা দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল।