ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। দ্রোণাচার্য কোচ, ভারতীয় ভলিবল দলের প্রশিক্ষক তামিলনাড়ুর শ্রীধরন এখন আগরতলায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অপ্রস্ফুটিত সুপ্ত ভলিবল প্রতিভাকে প্রশিক্ষণের মাধ্যমে সাফল্যের আলোতে জাগ্রত করার লক্ষ্যে ওনার আগরতলায় আসা। বিশেষ করে এই উদ্যোগ কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্বনীতি ইনিশিয়েটিভ-এর হলেও অনিবার্য কারণে আপাতত বিষয়টি স্থগিত রাখা হয়েছে। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আহূত সাংবাদিক সম্মেলনে সংস্থার ট্রাস্টি সদস্যা উমা ভট্টাচার্য বিষয়টি নিয়ে প্রচার-প্রসারের আহ্বান জানালেও পরবর্তী সময়ে অনিবার্য কারণে তা স্থগিত রাখার কথা জানান। শ্রীধরনের মতো জাতীয় কোচের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রোগ্রাম চালানো হলে কার্যত একাধিক খেলোয়াড় প্রতিভা অর্জনে সাফল্য পাবে বলে অনুমেয়।
2023-03-05

