নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিজেপির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ আগামী ৮ মার্চ নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ স্বামী বিবেকানন্দ ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ ও রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা৷ তারই প্রস্তুতি হিসাবে রবিবার বিজেপি-র প্রদেশ নির্বাচনী কার্যালয়ে দলের সমস্ত প্রার্থী, মণ্ডল সভাপতি, সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই প্রস্তুতি বৈঠকে জয়ী বিধায়ক, বিধায়ীকাদের পাশাপাশি সমস্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন৷ বৈঠকের পৌরহিত্য করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিদায়ী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি-র রাষ্ট্রীয় মুখপাত্র তথা উত্তর পূর্বাঞ্চলের কর্ডিনেটর সম্বিৎ পাত্রা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷  ৮ মার্চের জন্য প্রস্তুতি  বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ তিনি এই জয়ের জন্য সমস্ত কার্যকর্তাদের ফের ধন্যবাদ জানান৷ একই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান৷ ৮ মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা৷৮ মার্চ রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্য সদস্যারা শপথ গ্রহণ করতে চলেছেন৷ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান৷ শপথ গ্রহন অনুষ্ঠানকে সামনে রেখে বর্তমানে বর্তমানে চলছে প্রস্তুতি৷ রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শনে যান বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ স্বামী বিবেকানন্দ ময়দানের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখার পর বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ৮ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীসভার সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন৷ এইদিন ছিলেন বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *