নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে সরকার গঠন সংক্ৰান্ত বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে নয়াদিল্লি এসেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা নৰ্থ-ইস্ট ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের ভাবী মুখ্যমন্ত্রী তথা ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্রধান নেইফিউ রিও। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তাঁরা রাজ্যের নতুন সরকার গঠনের রোডম্যাপ তৈরি করবেন। তাঁদের সঙ্গে রয়েছেন বিজেপির নাগাল্যান্ড প্রদেশ সভাপতি তেমজেন ইমনা আলং লংকুমের। এছাড়া আলোচনায় থাকবেন দলের কেন্দ্ৰীয় নেতা এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রভারী সম্বিত পাত্রা।
এখানে দলের এক শীর্ষ সূত্রের খবর, নাগাল্যান্ডে নেইফিউ রিওর মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ককে। মূলত এ বিষয়েই আলোচনায় বেশি গুরুত্ব দেওয়া হবে। জানা গেছে, ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার আগে নাগাল্যান্ড বিজেপি-সভাপতি তেমজেন ইমনার উপস্থিতিতে হিমন্তবিশ্ব শর্মা এবং নেইফিউ রিওর একপ্রস্ত আলোচনা হয়েছে। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি সূত্রটি।
তবে সূত্রটি জানিয়েছে, নাগাল্যান্ডে উপ-মুখ্যমন্রী সর দৌড়ে দুই বিধায়কের নাম চর্চায় রয়েছে। সদ্য-বিদায়ী সরকারের উপ-মুখ্যমন্ত্রী ইয়ানথুনগো (ওয়াই) প্যাটন এবং বিজেপি বিধায়ক এন জ্যাকব ঝিমোমি এই পদের দাবিদার। ইয়ানথুনগো প্যাটন ৩৭ নম্বর ত্যুই (উপজাতি তফশিলি) আসনে এবং ৪ নম্বর ঘাসপানি (উপজাতি তফশিলি) আসন থেকে নির্বাচিত হয়েছেন এন জ্যাকব ঝিমোমি। উভয়েই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, আগামী ৭ মার্চ মঙ্গলবার কোহিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির বেশ কয়েকজন কেন্দ্ৰীয় মন্ত্রী ও নেতার উপস্থিতিতে নেইফিউ রিও এবং মন্ত্রীগণ শপথ নেবেন। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন।

