নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে কেন্দ্র। এমনই অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের ৯ বিরোধী নেতা। এই ৯ জনের মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারই, দিল্লির প্রাক্তন মন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার-সহ নানা ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন ৯ বিরোধী নেতা।
প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে সই রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) প্রধান চন্দ্রশেখর রাও, জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পওয়ার, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তাতে সংস্থার ভাবমূর্তি এবং নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে।

