ত্রিপুরা : মিড ডে মিলের চাল চুরি, উত্তপ্ত চুড়াইবাড়ির বাঘন স্কুল, প্রতিবা‌দে সোচ্চার ছাত্রছাত্রী ও অভিভাব‌ককুল, তদ‌ন্তে পু‌লিশ

চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৪ মার্চ (হি.স.) : মিড ডে মিলের চাল চুরির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ‌ত্রিপুরা-অসম আন্তঃরাজ্য্ সীমা‌ন্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবা‌ড়ি থানাধীন বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদের নামে বরাদ্দ চাল চুরির প্রতিবাদে পড়ুয়া এবং তাদের অভিভাকরা ব্যাপক সোচ্চার হয়ে ওঠেন। খবর দেওয়া হয় থানায়। থানা থেকে পুলিশের দল অভিযান চালিয়ে চুরির চাল উদ্ধার করেছে। তবে চাল চুরির দায়ে এই খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তিনি ফেরার বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার সকাল ছয়টা নাগাদ বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিড ডে মিলের অর্গানাইজার আব্দুল মন্নান স্কুলের মিড ডে মিলের গুদাম থেকে এক বস্তা চাল তাঁর বাইসাইকেলে করে নিয়ে যাওয়ার পথে তাঁকে বাধা দেন স্থানীয় কতিপয় যুবক। তাঁদের বাধা উপেক্ষা করে ওই চালের বস্তা তিনি তার বাড়িতে নিয়ে যান। তখন প্রতিবা‌দী যুব‌করা চুড়াইবাড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

ততক্ষণে এলাকার মানুষ স্কুল চত্বরে জ‌মায়েত হয়ে প্রতিবা‌দে যোগ দেন। পুলিশ তদন্ত-অভিযান চালিয়ে অর্গনাইজার আব্দুল মন্নানের বাড়িতে তার রান্নাঘর থেকে চাল সমেত একটি বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। ত‌বে অভিযুক্ত‌কে ধরতে সক্ষম হয়‌নি পুলিশ।

এদিকে অভিযানকারী পু‌লি‌শ দলের ওপর অর্গানাইজারের আব্দুলের বাড়ির সদস্যরা হামলা চালিয়েছেন ব‌লে অভি‌যোগ। আব্দুল মান্নানের বাড়ির এক মহিলা কর্তব্যরত সাব-ইনস্পেক্টের আঙুল কামড়ে দিয়ে তাঁকে ঘায়েল করেছেন ব‌লেও খবর পাওয়া গে‌ছে।

অপরদিকে স্কুলের কচিকাঁচা শিক্ষার্থী সহ মিড ডে মিলের রাঁধুনিরা জানান, অর্গানাইজার আব্দুল মান্নান নাকি প্রায়ই মিড ডে মিলের চাল-ডাল এভাবে চুরি করে তার বাড়িতে নিয়ে যান। দীর্ঘদিন ধ‌রে তার বিরুদ্ধে এই অভি‌যোগ জা‌নি‌য়েও কোনও কাজ হয়‌নি ব‌লে ক্ষোভ ব্যক্ত করেছেন অভিযোগকারীরা।