দিনহাটায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার

দিনহাটা, ৪ মার্চ (হি. স.) : কোচবিহার জেলার দিনহাটা থানার ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মানিরচৌকি গ্রামে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । শনিবার দুপুর নাগাদ গ্রামের রাস্তার পাশে মহিলার দেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দিনহাটার এসডিপিও ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরোজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মহিলাকে খুন করে দেহ ফেলে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।