ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বিজেপি বিধায়কের ছেলে, সিদ্দারামাইয়া বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন

বেঙ্গালুরু, ৪ মার্চ (হি.স.): ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক মাদল বিরুপাক্ষর ছেলে। বিজেপি বিধায়কের ছেলে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ঘটনায় শনিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাইয়ের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া বলেছেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন।বিজেপি বিধায়কের ছেলে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন, তার অভিযুক্তের বাবাকে গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস। সিদ্দারমাইয়া এদিন বলেছেন, মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন যে তাঁদের সরকার দুর্নীতিমুক্ত। তাহলে এসব কী হচ্ছে… আমরা কখনই সন্ত্রাসবাদকে সমর্থন করিনি। কংগ্রেস কেন সন্ত্রাসবাদকে সমর্থন করবে? অমিত শাহও বড় মিথ্যাবাদী।