স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ১২ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। দুরন্ত উদ্যোগ। শুধু খেলাধূলার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিকতার দিকেও এগিয়ে এলো রাজ্য ক্রীড়া পর্ষদ। রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের স্বল্পতার কথা মাথায় রেখে ‘‌মেগা স্বেচ্ছায় রক্তদান শিবিরের’ উদ্যোগ নিয়েছে রাজ্য ক্রীড়া পর্ষদ। ১২ মার্চ সকাল ১০ টায় নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে (‌এন এস আর সি সি) হবে ওই শিবির। এতে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের সকল সংগঠন সহ খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং সকল অংশের ক্রীড়ামোদিদের মানবিক স্বার্থে সামিল হয়ে মহতী উদ্যোগকে স্বার্থ রূপ দিতে অনুরোধ করেছেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী।‌‌